চট্টগ্রামে ৩৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালিতে তিন হাজার ৯০০ পিস ইয়াবাসহ আব্দুস সালাম মোল্লা (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১১ মে) কোতোয়ালি থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের দায়কান্দা এলাকার বাসিন্দা। তিনি ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার ঢাকা জেলার জয়েন্ট সেক্রেটারি হিসেবে পরিচয় দিয়েছেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকার কামরাঙ্গীরচর, বগুড়া, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করতেন।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিবার কক্সবাজার থেকে প্রতি পিস ইয়াবা ১২০ টাকা করে কেনার কথা জানিয়েছেন তিনি।
কেউ যাতে সন্দেহ না করে সে জন্য অভিযুক্ত ব্যক্তি ইয়াবার লেনদেন কক্সবাজার সমুদ্রসৈকতেও করতেন বলে জানান উপপরিচালক।
গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের দায়কান্দা এলাকার বাসিন্দা। তিনি ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার ঢাকা জেলার জয়েন্ট সেক্রেটারি হিসেবে পরিচয় দিয়েছেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকার কামরাঙ্গীরচর, বগুড়া, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করতেন।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিবার কক্সবাজার থেকে প্রতি পিস ইয়াবা ১২০ টাকা করে কেনার কথা জানিয়েছেন তিনি।
কেউ যাতে সন্দেহ না করে সে জন্য অভিযুক্ত ব্যক্তি ইয়াবার লেনদেন কক্সবাজার সমুদ্রসৈকতেও করতেন বলে জানান উপপরিচালক।