South east bank ad

মৌলভীবাজারে ৩ ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

 প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন   |   দেশ

মৌলভীবাজারে ৩ ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মে) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মান সংস্থা (বিএসটিআই)-সিলেটের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।
এ সময় তাকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইউএনও জানান, ওই তিনটি ফিলিং স্টেশনে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর আওতায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হয়।

ফিলিং স্টেশনগুলো হলো- শ্রীমঙ্গল রোডের মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফুয়েল ফিলিং স্টেশন, শমসেরনগর রোডের এমএফ ফিলিং স্টেশন ও শমসেরনগর রোডের সোহেল বেগ ফিলিং স্টেশন।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

BBS cable ad