শিরোনাম

South east bank ad

ভালুকায় আনসার সদস্যের গুলিতে আরেক আনসার সদস্য নিহত

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন   |   দেশ

ভালুকায় আনসার সদস্যের গুলিতে আরেক আনসার সদস্য নিহত
ময়মনসিংহের ভালুকায় এক আনসার সদস্যের গুলিতে অপর এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম ব্রজেন্দ্র বিশ্বাস (৪২)। তিনি সিলেট জেলার মেহেরপুর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত আনসার সদস্যের নাম সুমন মিয়া (২৯)।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা উপজেলার মেহেরাবাড়িতে অবস্থিত লাবিব সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় কারখানার আনসার পিসির কক্ষে বসে কথা বলছিলেন আনসার সদস্য ব্রজেন্দ্র বিশ্বাস ও সুমন মিয়া। একপর্যায়ে সুমন মিয়ার ছোড়া গুলিতে ব্রজেন্দ্র বিশ্বাস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রজেন্দ্র বিশ্বাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
একই সঙ্গে অভিযুক্ত আনসার সদস্য সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত গুলিটি ছোড়া হয়েছিল।

BBS cable ad