শিরোনাম

South east bank ad

নরসিংদী চেম্বারের নতুন সভাপতি রাশেদুল হাসান রিন্টু

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন   |   দেশ

নরসিংদী চেম্বারের নতুন সভাপতি রাশেদুল হাসান রিন্টু

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন প্যানেলের ১৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সমঝোতার ভিত্তিতে ১৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় বাকিদের বিজয়ী ঘোষণা করা হয়।

এদিকে পরিচালকদের সর্বসম্মতিক্রমে সভাপতি হচ্ছেন প্যানেলের দলনেতা রাশেদুল হাসান রিন্টু। তিনি চেম্বারের সাবেক পরিচালক ও চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি।

এ প্রসঙ্গে রাশেদুল হাসান রিন্টু বলেন, ‘অতীতে আমি নরসিংদী চেম্বারে বৈষম্যের শিকার হয়েছি। ব্যবসায়ীদের ঐকমত্যের ভিত্তিতে আমার পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। এ জন্য আমি ব্যবসায়ীদের কাছে কৃতজ্ঞ।’

নরসিংদী জেলাকে সম্ভাবনাময় উল্লেখ করে তিনি বলেন, ‘‌বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। অনেকে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সবাইকে নিয়ে সমস্যাগুলো কাটিয়ে ব্যবসার পরিবেশ ও চেম্বারের উন্নয়নে কাজ করে যেতে চাই।’

নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেয়া হয়। নির্বাচনে সাধারণ শ্রেণীতে ২১ জন ও সহযোগী শ্রেণীতে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড। পরে নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সাধারণ শ্রেণীর নয়জন ও সহযোগী শ্রেণীর ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাকিদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

সাধারণ শ্রেণীর পরিচালকরা হলেন রাশেদুল হাসান রিন্টু, আব্দুল কাইউম মোল্লা, মো. নাজমুল হক ভূঞা, মো. দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ছানাউল্লাহ (মিলন), নাসির আহমেদ রিগান, মো. মনির হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. রাজিবুল আলম।

সহযোগী শ্রেণীর পরিচালকরা হলেন হাসিব আহম্মেদ মোল্লা, মো. সারোয়ার হোসেন ভূঞা (ঝন্টু), আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মো. সোহেল সরকার ও ইফরান আহম্মেদ মোল্লা (রিপন)।

BBS cable ad