South east bank ad

সাড়ে ৩ কোটি টাকার চাল নিয়ে উধাও খাদ্য কর্মকর্তা

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন   |   দেশ

সাড়ে ৩ কোটি টাকার চাল নিয়ে উধাও খাদ্য কর্মকর্তা

লালমনিরহাট কালীগঞ্জ খাদ্য গুদাম থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি চাল নিয়ে পালিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদামের পরিদর্শক ফেরদৌস আলম। এ ঘটনায় তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে খাদ্যগুদামের পরিদর্শক ফেরদৌস আলমকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেছেন উপজেলা খাদ্য কর্মকর্তা এনামুল হক।

জানা গেছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতে ২৬টি ট্রলিযোগে গুদাম থেকে চাল সরিয়ে ফেলেন কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদামের কর্মকর্তা খাদ্য পরিদর্শক ফেরদৌস আলম। যার মূল্য সাড়ে তিন কোটি টাকা। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। এ সময় উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী এলাকার চালকল মালিক একরামুল হকের গুদাম থেকে ৬০০ বস্তা (৩০ টন) চাল উদ্ধার করা হয়। এ সময় গুদাম মালিক পলাতক থাকায় তাকে ধরতে পারেনি। ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে (ভারপ্রাপ্ত) সদস্যসচিব করে গঠিত তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তদন্ত কমিটিও তদন্ত শুরু করেছে। একইসঙ্গে তছরুপকৃত চাল উদ্ধার ও লাপাত্তা গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় লাপাত্তা গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেছেন উপজেলা খাদ্য কর্মকর্তা এনামুল হক।

কালীগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা এনামুল হক বলেন, বৃহস্পতিবার ২৫-২৬টি ট্রলি গাড়ি দিয়ে গোডাউন থেকে সরকারি চাল বের করে নিয়ে গেছে, এমন খবর পেয়ে আমরা গোডাউনে যাই এবং এর সত্যতা পাওয়া যায়। পরে এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, ট্রলিতে করে রাতের আঁধারে গুদাম থেকে চাল সরানো হচ্ছে এমন একটি গোপন খবরে গুদাম পরিদর্শনে যাই। সেখানে গুদাম কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে গুদাম সিলগালা করা হয়েছে। অভিযান চালিয়ে ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গুদাম কর্মকর্তার সন্ধান পেতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এ ব্যাপারে গোডাউন মালিক একরামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, গুদামের ২৫০ মেট্রিক টন চাল তছরুপ করে নিখোঁজ রয়েছেন গুদাম কর্মকর্তা ফেদৌস আলম। আমরা অভিযান চালিয়ে ৬০০ বস্তা অর্থাৎ ৩০ টন চাল উদ্ধার করেছি। বাকিটা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিও তদন্ত শুরু করেছে।

BBS cable ad