বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক হয়েছেন রাফসান জানী
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন তেজগাঁও কলেজ এর মেধাবী শিক্ষার্থী রাফসান জানী । ১৩ জুলাই বৃহস্পতিবার রাতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমতি দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ।
রাফসান জানী তেজগাঁও কলেজ ছাত্রলীগ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ তেজগাঁও কলেজ শাখার সভাপতি ।
রাফসান ফরিদপুর বোয়ালমারী উপজেলা সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগ পরিবারের সন্তান ।
এক প্রশ্নের জবাবে রাফসান জানী বলেন, আমি কোন পদের জন্য ছাত্র রাজনীতি করিনি। মুজিব আদর্শের একজন সৈনিক হিসেবে নিজেকে গড়ার চেষ্টা করেছি। বিভিন্ন সময়ে সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে পাশে ছিলাম, ইনশাল্লাহ আগামীতেও থাকব। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো।