শিরোনাম

South east bank ad

পিরোজপুরে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের কর্মসূচি

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১০:২৮ অপরাহ্ন   |   সারাদেশ

পিরোজপুরে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের কর্মসূচি
পিরোজপুর জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ‘জাতীয় শোক দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ-সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহন করেছে। 
 
পিরোজপুরের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকল সরকারি-আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতার গৌরবোজ্জল কর্মময় জীবন নিয়ে আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা, বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা।

এছাড়া পিরোজপুর জেলা পরিষদ, পৌরসভা, সকল উপজেলা প্রশাসন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা-আলাদা কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবে। 

এদিকে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে কালোব্যাজ ধারণ, জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ সকল আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, জেলা সদরে বঙ্গবন্ধু চত্ত্বরে জাতি পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, আলোচনাসভা প্রভৃতি।   
BBS cable ad