South east bank ad

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন   |   সরকার

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির


ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর কবিরকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক করা হয়েছে। 
আজ সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।


প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে কারা অধিদপ্তরের এই কারা উপ-মহাপরিদর্শককে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেডে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হলো।

২০০৮ সালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন ২০১৩ সালে। তিনি কারা সদর দপ্তরে এআইজি উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

জাহাঙ্গীর কবির ২০১৯ সালের ডিসেম্বরে কারা উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ময়মনসিংহ বিভাগে পদায়িত হন। সেখান থেকে ২০২৩ সালের জানুয়ারিতে তাকে বরিশাল বিভাগে বদলি করা হয়।

সবশেষ গত বছরের আগস্টে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) হিসেবে মো. জাহাঙ্গীর কবির পদায়ন পান। 

জাহাঙ্গীর কবির ২৪ ডিসেম্বর ১৯৭৬ সালে ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মো. আবু জাফর এলাকার সম্মানিত ব্যক্তি। পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয় জাহাঙ্গীর কবির।


জাহাঙ্গীর কবির বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইসএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স), এমএসএস (১ম শ্রেণি) সম্পন্ন করেন।
BBS cable ad

সরকার এর আরও খবর: