রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ইউনিট বগুড়া জেলা পুলিশ

বগুড়া প্রতিনিধি
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ ইউনিট হয়েছে বগুড়া জেলা পুলিশ। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। মাসিক সভায় শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার ও নির্বাচিত হয়েছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। শ্রেষ্ঠ পুলিশ ইউনিট হওয়ায় সম্মাননা প্রদান করেছেন ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদন্ডের আলোকে রোববার রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগস্ট মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য- অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিষ্পত্তি, নারী-শিশু- বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রম প্রভৃতি বিবেচনায় সামগ্রিক মূল্যায়ন করা হয়। মূল্যায়নে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হওয়ার ঘোষণা করা হয়েছে বগুড়া জেলা পুলিশ বিভাগ এবং রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
তিনি আরও জানান, আগস্ট মাসের পর্যালোচনায় রাজশাহী রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ অতিরিক্ত/সহকারী পুলিশ সুপার (সার্কেল) নির্বাচিত হয়েছেন বগুড়ার শিবগঞ্জ সার্কেল এএসপি তানভীর হাসান এবং দ্বিতীয় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বগুড়া সদর থানায় কর্মরত এএসআই ডন কংকন বর্মণ। সভায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতারেও প্রথম স্থান অধিকার করেছে বগুড়া জেলা পুলিশ।
রোববার রাজশাহীতে রেঞ্জ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি আবদুল বাতেন বিপিএম, পিপিএম এসকল সম্মাননা প্রদান করেন।
জেলা পুলিশ বিভাগ সুত্রে আরও জানা যায়, ডিআইজি আব্দুল বাতেন বিপিএম পিপিএম এর দিক নির্দেশনায় বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর নেতৃত্বে বগুড়া জেলার আইন-শৃংখলা সমুন্নতকরণ, জননিরাপত্তা বিধান ও জনবান্ধব পুলিশী ব্যবস্থা নিশ্চিতকরণে অহর্নিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বগুড়ার জনগণের সক্রিয় অংশগ্রহণে অপরাধ নির্মূলের মাধ্যমে চিরপ্রত্যাশিত নিরাপদ বগুড়া ও সুদৃঢ় নিরাপত্তা বলয় গড়ে তুলতে টিম বগুড়া অংঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানা গেছে জেলা পুলিশ সুত্রে।