South east bank ad

বগুড়ার প্রাইভেট কারে মিলল ১১ কেজি গাঁজা, নারীসহ আটক -৫

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ

বগুড়ার প্রাইভেট কারে মিলল ১১ কেজি গাঁজা, নারীসহ আটক -৫
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা (র‌্যাব-৫) বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ ৫ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার গোরাঙ্গগোলার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রহিম (৩২), একই জেলার কসবা উপজেলার কুল্লাপাথর গ্রামের শাহ আলমের ছেলে শুভ চৌধুরী (২১), রাজবাড়ীর বালিয়াকান্দির বেরুলী গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে রুবেল (২৫), কুমিল্লার সদর দক্ষিণ কুমিল্লার সালমানপুর গ্রামের আশরাফুল আলীর স্ত্রী নুরজাহান (২৫) ও মাগুরার শ্রীপুর উপজেলার বড়ইচড়া গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে সুমাইয়া আক্তার লায়লা (২৭)।

মামলার বাদী র‌্যাবের উপ-পরিদর্শক (এস আই) আবুল কালাম জানান, শনিবার রাতে কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার যোগে মাদক নিয়ে আসামীরা নওগাঁর উদ্দেশে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলার সান্তাহার বটতলী এলাকায় চেক পোস্ট বসিয়ে ওই প্রাইভেট কারটি থামিয়ে দিয়ে গাড়িটি তল্লাশি চালায়। এ সময় গাড়িটির ব্যাকডালায় রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে ৮টি মোবাইল ফোন, মোবাইলের ১৬টি সিম কার্ড, ১ টি মেমোরি কার্ড ও নগদ ১ হাজার টাকা জব্দসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, র‌্যাব আসামীদের গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে। রবিবার তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরর পর জেল হাজতে পাঠানো হয়েছে।
BBS cable ad