আ.লীগনেতা বহিষ্কারের গুঞ্জনে লাঠি মিছিল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ তারেক হেলালকে দল থেকে বহিষ্কারের গুঞ্জনে তার সমর্থক ও কর্মীরা শহরে দফায় দফায় লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করছে।
রবিবার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক থেকে এমএ তারেক হেলালকে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে এমন আশঙ্কায় বিক্ষোভ প্রদর্শন করছেন তারা।
এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে রবিবার সকাল থেকে ধুনট শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনের সামনে সভাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, ধুনট পৌরসভার নির্বাচনের পর থেকে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগের কাছে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের বিপক্ষে অবস্থান নেন এমএ তারেক হেলাল। তিনি বিভিন্ন সভা সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কড়া সমালোচনা করেন। বিষয়টি সংগঠন পরিপন্থী হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় দল থেকে। গত ৪ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত শোকজের জবাব দেন ১৪ সেপ্টেম্বর। তবে এরই মধ্যে গুঞ্জন শোনা যায় এমএ তারেক হেলালকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।
এদিকে রবিবার বিকেলের দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনের সামনে কার্যনির্বাহী কমিটির সভা আহব্বান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। হেলালের নেতৃত্বে বিক্ষোভকারীরা ওই সভাস্থলের দিকে বার বার যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেন। পরে বিক্ষোভকারীরা ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে এমএ তারেক হেলাল বলেন, বিভিন্ন সভা সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে কোন প্রকার বক্তব্য দেওয়া হয়নি। প্রকৃত পক্ষে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করা হচ্ছে। আমি যাতে করে সম্মেলনে প্রার্থী হতে না পারি, একারণে দল থেকে বহিষ্কারের চেষ্টা করা
হচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বহিষ্কারের চেষ্টার প্রতিবাদে নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেছেন।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বলেন, দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যাচার ও অপপ্রচার করছেন এমএ তারেক হেলাল। এছাড়াও সংগঠন পরিপন্থী বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে তিনি জড়িত। একারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে
রবিবার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় শহরে উত্তেজানা বিরাজ করলে সেখানে পুলিশ মোতায়ের করা হয়েছে। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।