বগুড়ায় বাসের ধাক্কায় সেনা সদস্য নিহত

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় বাসের ধাক্কায় শামিম হোসেন (৩৩) নামের একজন সেনা সদস্য নিহত হয়েছেন। এসময় সঙ্গে থাকা তার ছেলে রেদওয়ান (৭) আহত হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাজার এলাকায় এমপি চেকপোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম মাঝিড়া সেনানিবাসে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটে (এফআইইউ) সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি মাঝিড়া বাজারের পাশে ভাড়ার বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে বাইসাইকেল যোগে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে চট্টগ্রামগামী চাঁদনী ট্রাভেলসের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৫৬৩) সৈনিক শামিমকে ধাক্কা দেয়। এতে শামিম ও তার ছেলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে দিলে রাত ৯টার দিকে শামিম মারা যান। দুর্ঘটনার বাসের চালক আজাদ মোস্তফা (৪০) ও সুপার ভাইজার আমিনুল ইসলামসহ (৩৮) বাসটি আটক করা হয়।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক নান্নু খান বলেন, দুর্ঘটনার পরপরই সেনা সসদ্যরা বাসসহ চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে। নিহত শামীমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।