আবদুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ২য় বর্ষ পুর্তি ১৭ অক্টোবর

মো. নজরুল ইসলাম (ময়মনসিংহ ব্যুরো) :
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আবদুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ২য় বর্ষ পুর্তি উপলক্ষে আগামী ১৬ অক্টোবর ২০২১ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে বুধবার (১৫ই সেপ্টেম্বর) নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও অনুষ্ঠানের বিষয়ে পরামর্শ গ্রহন করেন।
এসময় সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম শফিক, রমজান আলী, মোঃ মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পক্ষে হাসান ভূইঁয়া হৃদয়, দিদারুল ইসলাম আকন্দ আশিক, আশরাফুজ্জামান রিপন ও আলী হোসেন কবির শাওন আলোচনায় অংশ গ্রহন করেন।
নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল প্রতিনিধি দলকে অনুষ্ঠান বাস্তবায়নে দিক নিদের্শনামূলক পরামর্শ প্রদান করেন।