শেরপুরে মুজিব শতবর্ষের জেলা দাবালীগ শুরু

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
কাল ২০ সেপ্টেম্বর মুজিব শতবর্ষ উপলক্ষে শেরপুর জেলা দাবালীগ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু হচ্ছে। এ উপলক্ষে আজ দুপুরে স্টেডিয়াম মিলনায়তনে জেলা দাবা উপ কমিটি সংবাদ সম্মেলন করেছে।
সম্মেলনে জানানো হয়, ৮টি দলের ৪০জন দাবাড়ু এ লীগে অংশ গ্রহণ করবেন।
দাবা উপকমিটির সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন উপকমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল।
এছাড়াও বক্তব্য রাখেন ডিআইও ওয়ান আবুল বাশার, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, স্পনসর আবেদীন হাসপাতালের মালিক সাদুজ্জামান সাদী প্রমুখ।