South east bank ad

ত্রিশাল ও ফুলবাড়ীয়া সংযোগ সড়ক,রাস্তা নয় যেন বিশাল নদী

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৯ পূর্বাহ্ন   |   সারাদেশ

ত্রিশাল ও ফুলবাড়ীয়া সংযোগ সড়ক,রাস্তা নয় যেন বিশাল নদী

আব্দুল্লাহ আল ফাহাদ ( ময়মনসিংহ) ত্রিশাল:

ময়মনসিংহ জেলার ত্রিশাল ও ফুলবাড়ীয়া উপজেলার অন্যতম সংযোগ স্থাপনকারী পোড়াবাড়ী বাজার হতে কান্দানিয়া সড়কের মধ্যবর্তী অংশের প্রায় দেড় কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশ সারা বছরই পানির নিচে ডুবে থাকে তার ফলে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। অতি মুনাফা লোভী মৎস্য চাষীদের (ফিসারী) খাম খেয়ালীপনার কারণেই সড়কের বেহাল আকার ধারণ করেছে দেখার যেন কেউ নেই। তারা পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা করছেন না বরং ফিশারীর সমস্ত পানি ছাড়ছেন রাস্তার উপর। গত দুই বছর আগে রাস্তার এ অবস্থা থেকে উত্তরণের জন্য পাঁকা রাস্তার পরিবর্তে উঁচু করে ইটের ছলিং রাস্তা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি বরং পানির নিচে ভাঙ্গা রাস্তায় উল্টে পড়ে প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনায়। কর্তৃপক্ষ অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে এলাকাবাসীর আশাবাদ।
BBS cable ad