বগুড়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ বাবলু খন্দকার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের টিএমএসএস সিএনজি রিকুয়েলিং অ্যান্ড গ্যাসোলিন স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবলু রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া এলাকার আফতাব খন্দকারের ছেলে।
র্যাব-১২বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন শনিবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবলুকে ১৩ কেজি গাঁজা, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।