নাটোরে ৭ মাদকসেবীকে আটক করেছে র্যাব

মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোর শহরের ফুলবাগান এলাকায় অভিযান চালিয়ে ৭ মাদকসেবীকে আটক করেছে র্যাব।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে নাটোর শহরের ফুলবাগান এলাকায় অভিযান চালায় র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এসময় সেখান থেকে মাদক সেবনরত অবস্থায় আলামত সহ ৭ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- নাটোর সদর উপজেলার লেংগুড়িয়া পশ্চিমপাড়া এলাকার দুলাল আলীর ছেলে রিপন আলী (৩০), বনবেলঘড়িয়া এলাকার রফিক উল্লাহ এর ছেলে জাহাঙ্গীর আলম (৩০), চাঁনপুর কুড়িয়াপাড়া এলাকার মৃত আলী হোসেন সুজন (২৮), আছড়াখালী এলাকার হবিবর এর ছেলে করিম মৃধা (৩৫), এছাড়াও ছাতনী এলাকার মিনু শেখ এর ছেলে শান্ত শেখ (২৩), সাইফুল ইসলাম এর ছেলে আশিক (২২) ও আশরাফুল হোসেন এর ছেলে আসিফ হোসেন (২০)।
পরে আটককৃতদের নাটোর সদর হাসপাতালে ডোপ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে নাটোর থানায় সোপর্দ করা হয়।