বগুড়ায় তিন করোনা ইউনিটের ৫১১ শয্যা খালি পড়ে আছে

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণ অনেকটায় কমে গেছে। বর্তমানে ৩ থেকে ৫ শতাংশের মধ্যে উঠানামা করছে। এদিকে বগুড়ায় তিনটি হাসপাতালের করোনা ইউনিটে ৬০০ শয্যার মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত রোগী ভর্তি আছেন মাত্র ৮৯ জন। অর্থাৎ ৫১১টি শয্যায় খালি পড়ে আছে। এই ৮৯ জন রোগীর মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩৭ জন, মোহাম্মদ আলী হাসপতালে ৪৭ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতলে ৪ জন এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন মাত্র ১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে কোনো মানুষের মৃত্যু হয়নি। এখন পর্যন্ত ৬৭৮ জনের মৃত্যু হয়েছে। বগুড়া জেলা সিভিল সার্জন অফিসের এক বিজ্ঞপ্তিতে জানান হয় গত ২৪ ঘন্টায় শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ২৮৫টি নমুনা পরীকআয় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৫৬ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭৭ শতাংশ। বুধবার শনাক্তের হার ৫ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে ২১ হাজার ৩২৮জন। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ হাজার ৬০৫ জন।