বগুড়ায় বাস-অটোরিকশা সংর্ঘষে নিহত-২, আহত-৫

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটো রিকশার মুখোমুখি সংর্ঘষে দুই নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া শহরতলীর ঝোপগাড়ি এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের রফিকের স্ত্রী আনোয়ারা বেগম আনো (৪৫) ও আজাহার আলীর স্ত্রী হামিদুন বেগম (৫৫)। হতাহতরা একই পরিবারের সদস্য।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানায়, একই পরিবারের ৬ সদস্য নামাবালা গ্রাম থেকে জয়পুরহাটের আক্কেলপুরে এক আত্মীয় বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে তারা চারমাথায় বাস টার্মিনালের পথে রওনা দেন। চারমাথার কাছাকাছি ঝোপগাড়ি এলাকায় পৌছলে ঢাকা থেকে রংপুরগামী একটি বাসের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ারা বেগম আনো এবং টিএমএসএস হাসপাতালে হামিদুন বেগম মারা যান।
দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক রোকন (৩৫), যাত্রী রাখি মনি (১৩), জুঁই (১৬) আজাহার আলী (৬০) রফিক (৫০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া সদর থানা ওসি সেলিম রেজা জানান, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা হয়নি। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর লাভ হয়েছে। চলছে।