গৌরীপুরে নকল বিড়ির কারখানায় অভিযান

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকায় অবৈধ বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নকল বিড়ি, বিড়ি তৈরির উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) নিয়ন্ত্রণ আইন-২০০৫ মতে কারখানার বৈধ কাগজপত্র না পাওয়ায় ফারুক মিয়া ও তার স্ত্রী নাছিমা কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন যাবত এ এলাকায় একটি চক্র সরকারি অনুমতি না নিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি বানিয়ে বাজারজাত করে আসছিল উল্লেখিত দম্পতি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাসান মারুফ এ বিষয়ে নিশ্চিত করে জানান, জব্দকৃত বিড়ি তৈরির উপকরণ, তামাক ইত্যাদি বিধি মোতাবেক বিনষ্ট করা হবে এবং অন্যান্য আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ অভিযানে সহযোগিতা করেন গৌরীপুর থানা পুলিশের একটি চৌকশ দল।