রাবি উপাচার্যের সাথে এলামনাই এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলামনাই এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কমিটির আহ্বায়ক রাকসুর সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ঠান্ডুর নেতৃত্বে এই সাক্ষাতকালে তারা নবনিযুক্ত উপাচার্যসহ উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তারা কমিটির কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন। উপাচার্য সে বিষয়ে তাদের সহযোগিতা করার আশ্বাস দেন।
এই সাক্ষাতকালে এলামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য প্রফেসর আনোয়ারুল কবির ভূঁইয়া, প্রফেসর এ কে এম গোলাম রব্বানী মন্ডল, প্রফেসর রুকসানা বেগম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আশরাফুল ইসলাম খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।