রাবি আইন বিভাগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের উদ্যোগে ‘ Alternatives to Imprisonment with Special Reference to Women Prisoners: Legal and Practical Aspects in Bangladesh ’ শীর্ষক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রকৌশল অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর বিশ্বজিৎ চন্দ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি।
সেমিনারে আইন বিভাগের প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ ও সহকারী অধ্যাপক কে এম এস তারেক প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন আইন বিভাগের প্রফেসর সাইদা আঞ্জু ও জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোসা. হাসিনা মমতাজ। আইন বিভাগের সভাপতি প্রফেসর মো. হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ড. শাহীন জোহরা ও সুমাইয়া রহমান ।