নাটোর চিনিকলে বৃক্ষরোপণ উদ্বোধন

মো: রবিউল ইসলাম, (নাটোর) :
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নাটোর চিনিকলে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সুগার মিলের বঙ্গবন্ধু চত্ত্বরে এই বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ আবু বকরের সভাপতিত্বে প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ, সিবিএ নেতৃবৃন্দসহ অন্যান্যরা এই কার্যক্রমে উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ সেখানে একটি বহেরা গাছের চারা রোপন করেন। পরে মিলের ভেতরের কারখানা পরিদর্শন করেন।
ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ আবু বকর বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং দেশকে প্রাকৃতিক দূর্যোগ থেকে বাঁচাতে বৃক্ষরোপনের বিকল্প নাই, তাই সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি।