শিরোনাম

South east bank ad

বগুড়ার ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ

বগুড়ার ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ দুলালুর রহমান দুলাল (৫২) নামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১৯৬ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেওয়া হয়েছে।

মাদক ব্যবসায়ী দুলালুর রহমার দুলাল উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ররোয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩০)। সে একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া দুলালুর রহমান দুলাল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। এরই ধারাবাকিতায় বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধুনকুন্ডি নামক স্থানে অবস্থিত ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন হোটেল পেন্টাগণের সামনে মরণনেশা ইয়াবা বড়ি বিক্রি করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা। একপর্যায়ে ইয়াবা বিক্রিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা। পরে তাদের শরীর তল্লাশি করে ১৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীদের থানায় হস্তান্তর করার পর তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
BBS cable ad