বগুড়ায় পৃথক দুর্ঘটনায় শ্রমিক ও কলেজ ছাত্র নিহত

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শাজাহানপুর ও সোনাতলায় পৃথক দুর্ঘটনায় শাহাদত হোসেন (৩৫) নামে এক শ্রমিক ও কলেজ ছাত্র আব্দুর রশিদ (২৫) নিহত হয়েছে।
নিহত শাহাদত হোসেন বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। তিনি শেরপুর লেবার (শ্রমিক) সমিতির সদস্য ও আব্দুর রশিদ সোনাতলা উপজেলার সিহিপুর গ্রামের ছবিবর রহমানের ছেলে। তিনি বগুড়া আজিজুল হক কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন।
হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে অতিরিক্ত উচু করে ধানের তুষ বোঝাই একটি ট্রাক (বগুড়া-ড-১১-০৪৬৩) বগুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি ঢাকাগামী যাত্রীবাহি বাস ওভারটেক করার সময় ট্রাকটিকে চাপ দেয়।
ট্রাকের চালক সজোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোটেম্পুর উপর পড়ে যায়। এসময় ট্রাকের উপরে থাকা ৫-৭ জন লোক লাফ দিলে একজন তুষের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।
সোনাতলা থানার এসআই বকুল মিয়া জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আব্দুর রশিদ তার অসুস্থ মায়ের ঔষধ আনার জন্য মটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে গাবতলীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সোনাতলা কলেজ স্টেশন বটতলা এলাকায় পিছন দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।