শিরোনাম

South east bank ad

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরের সিংড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রুবেল প্রামাণিক (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংড়ী গ্রামের কৃষক আব্দুল করিম প্রামাণিকের ছেলে। রুবেল গত ২০২০ শিক্ষাবর্ষে উপেজলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে এইচএসসি  পাশ করে বলে জানা গেছে।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এম আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ২টার দিকে নিহত রুবেল প্রামাণিক বাড়ির পাশের ধান ক্ষেতে পানি সেচ দিতে যায়। এসময় বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
BBS cable ad