শিরোনাম

South east bank ad

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার ও টাকা বিতরণ

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৬ অপরাহ্ন   |   সারাদেশ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার ও টাকা বিতরণ
মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরের বড়াইগ্রামে ২০২১-২২ অর্থবছরের খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস কৃষকদের হাতে ওই সামগ্রী তুলে দেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে ওই সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, জোয়াড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগী কৃষকেরা।

কৃষি কর্মকর্তা জানান, ২০ জন কৃষককে নাবী পাট বীজ ও দুই হাজার ৩০০ টাকা, ৬০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, বালাইনাশক, নাইলোনে রশি ও দুই হাজার ৮০০ টাকা, এবং ৫০ জন কৃষককে পাঁচ কেজি করে মাসকালাই বীজ বিতরণ করা হয়। একই সাথে প্রত্যেক কৃষককে পরিমাণমতো ইউরিয়া, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
BBS cable ad