নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ফারিহা সৌরভি নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে শহরের গড়কান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ওই এলাকার ফরিদ আলীর মেয়ে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকালে ফারিহাকে সাথে নিয়ে মা রওশনারা বেগম উপজেলা পরিষদের কোয়াটারে রান্নার কাজে যান। বিকেল তিনটার দিকে সেখান থেকে ফারিহা নিখোঁজ হয়। এরপর ওই শিশুকে খোঁজতে পরিবারের সদস্যরা শহরে মাইকিংসহ থানায় সাধারণ ডায়েরি করে।
পরে পুলিশ অভিযান শুরু করলে আজ দুপুরে গড়কান্দা এলাকার একটি পুকুর থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।