South east bank ad

নন্দীগ্রামে চোরাই মালামালসহ গ্রেপ্তার-৩

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:১৫ অপরাহ্ন   |   সারাদেশ

নন্দীগ্রামে চোরাই মালামালসহ গ্রেপ্তার-৩
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার নন্দীগ্রামে চোরাই মালামালসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার রাতে চোরাই মালামাল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাথম বেড়াগাড়ী গ্রামের মৃত পিংকু মিয়ার ছেলে রাজু হোসেন (২৩), একই গ্রামের বুলু প্রামানিকের ছেলে রাজু আহম্মেদ (২৪) ও পৌর শহরের কলেজপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৬)। এদের মধ্যে রাজু হোসেনের বিরুদ্ধে থানায় আরো দুটি মামলা রয়েছে।

জানা গেছে, উপজেলার কাথম বাজারে সাইকেল, রিকশা ও ভ্যানের যন্ত্রপাতির ব্যবসা করেন রতন চন্দ্র সরকার। প্রতিদিনের মতো গত সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায় রতন চন্দ্র সরকার। পরদিন সকালে সে দোকান খুলে দেখতে পায় টিন কেটে ভিতরে ঢুকে দুর্বৃত্তরা মালামাল চুরি করে নিয়ে গেছে। পরে এঘটনা থানা পুলিশকে জানায়। পুলিশ চোরাই মালামাল উদ্ধারসহ চোর সিন্ডিকেটের সদস্যদের ধরতে মাঠে নামেন। গোপন সংবাদে পুলিশ জানতে পারেন পৌর শহরের জনৈক এক দোকানে লোহার যন্ত্রাংশ বিক্রি করতে এসেছে একজন। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখান থেকে আসাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তার স্বীকারোতিতে রাজু হোসেনের বাড়ি তল্লাশি করে ভ্যানের ৪০ পিচ ছোট বড় বিয়ারিং, ১টি ভ্যানের টায়ার, ভ্যানের টিউব ১টি, ৩ কেজি নাট-বল্টু, ২টি ভ্যানের হাফস, ২০ পিচ বড় নাট, ১টি ছোট ফ্যান, একটি মোবাইল ফোন, ১ হর্স একটি পাম্প ও ভাঙরি ৬ কেজি চোরাই মালামালগুলো উদ্ধার করেন।

এঘটনায় ব্যবসায়ী রতন চন্দ্র সরকার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামী করে থানায় মামলা করেছেন।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চোরাই মালামালসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
BBS cable ad