South east bank ad

শিবগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন কৃষি উপকরণ বিতরণ

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১ অপরাহ্ন   |   সারাদেশ

শিবগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়ার শিবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও নাবী পাট বীজ উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।  

সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসে ১১০ জন কৃষকদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। 

এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, কৃষিবিদ রফিকুল ইসলাম, রাফিউল ইসলাম, এজাজ কামাল প্রমুখ। 

 অনুষ্ঠানে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের জন্য ৩০ জন কৃষকের প্রতিজনকে আধা কেজি করে পেঁয়াজ বীজ, ৪০ কেজি সার, এবং নগদ ২৮শ টাকা এবং ৮০ জনকে এক কেজি করে নাবী পাট বীজ, ৩০ কেজি সার নগদ ২৬শ ৩০ টাকাসহ আনুসাঙ্গিক সামগ্রী দেওয়া হয়।   

BBS cable ad