South east bank ad

রাজশাহীতে কমছে করোনায় মৃত্যু-সংক্রমণ

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ

রাজশাহীতে কমছে করোনায় মৃত্যু-সংক্রমণ

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে দিন দিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এবং সংক্রমণের হার ক্রমে কমে আসছে। গত ২৪ ঘণ্টায়  রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত সোমবার রাতে রাজশাহীর দুটি পিসিআর ল্যাব থেকে পাঠানো করোনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে- জেলায় ২৮১ জনের নমুনা পরীক্ষা মাত্র ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেই অনুযায়ী এদিন রাজশাহীতে করোনা শনাক্তের ছিল হার ৭ দশমিক ৪৭ শতাংশ।

রামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘ধীরে ধীরে রামেক হাসপাতালে করোনায় মৃত্যুর সংখ্যা কমছে। গত সোমবার হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে ৪ জন মারা যায়। এর আগের দিন রবিবার হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ ছিল। তিনি বলেন, রাজশাহীতে করোনা শনাক্তের হারও কমে আসছে। গত রবিবার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ৮ দশমিক শূন্য ৯ শতাংশ। গত শনিবার ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ, গত শুক্রবার ৭ দশমিক ৬১ শতাংশ, গত বৃহস্পতিবার ১০ দশমিক ৮৩ শতাংশ, গত বুধবার ১০ দশমিক ৬৭ শতাংশ ও গত মঙ্গলবার ১০ দশমিক ২৫ শতাংশ এবং গত সোমবার ১৩ দশমিক ২৫ শতাংশ।’ 
এদিকে 

এদিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়েছে- গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগজুড়ে  করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৪ মারা গেছে। মারা যাওয়া ৩ জন বগুড়ার ও ১ জন রাজশাহীর বাসিন্দা ছিলেন। এর বাইরে বিভাগের অন্য ৬ জেলায় করোনায় প্রাণহানির খবর মেলেনি। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনা সংক্রমণ দাঁড়াল ৯৭ হাজার ৩৪০ জন ও মারা গেছেন ১ হাজার ৬৪১ জন। 

BBS cable ad