South east bank ad

বগুড়ায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু শনাক্ত ৩৩

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৪২ অপরাহ্ন   |   সারাদেশ

বগুড়ায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু শনাক্ত ৩৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় ৩ জন আর উপসর্গে ৩ মৃত্যু হয়েছে।

নতুন করে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- গাবতলীর সিরাজুল ইসলাম (৬৫), কাহালুর সানোয়ারা (৫০) সদরের জাকির হোসেন (৫৫)। এ নিয়ে মৃত্যু দাঁড়াল ৬৬৪ জন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ৩৬০ নমুনায় আরও ৩৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৯ দশমিক ৩৬ শতাংশ। নতুন আক্রান্ত ৩৩ জনের মধ্যে সদরের ২৪, সোনাতলার ৩, শাজাহানপুরের ৩ এবং বাকি তিনজন গাবতলী, আদমদীঘি ও ধুনটের বাসিন্দা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ২১ হাজার ৩১৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৫৫৮ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ৯৩ জন।

BBS cable ad