South east bank ad

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলতে প্রস্তুতি নিচ্ছে রাবি-রুয়েট

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:১৪ অপরাহ্ন   |   সারাদেশ

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলতে প্রস্তুতি নিচ্ছে রাবি-রুয়েট

রাজশাহী ব্যুরো:

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় খুলে দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো। উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে ভাবছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাস খোলার ব্যাপারে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশই করোনার টিকা নিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশনা আসলেই শিক্ষার্থীদের পাঠদানের প্রয়োজনীয় পরিবেশ তৈরী হয়ে যাবে বলেও বিশ্ববিদ্যালয় দুটির সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

রাবির আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে- বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ১৮৯। এর মধ্যে ২০ হাজারের অধিক শিক্ষার্থী আইসিটি সেন্টারে নিজেদের তথ্য জমা দিয়েছেন।  বিশ্ববিদ্যালয়টির আইসিটি সেন্টারের পরিচালক বাবুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি ৬০ শতাংশের অধিক শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজ এবং ১৮ শতাংশ শিক্ষার্থী করোনার প্রথম ডোজ টিাক গ্রহণ করেছেন। আমাদের কাছে তথ্য এসেছে ৫ শতাংশ শিক্ষার্থীর এনআইডি কার্ড না থাকায় তারা টিকা নিতে পারছেন না বলে জানিয়েছেন। তাদের টিকা দেয়ার বিষয়ে বিকল্প কোনো চিন্তা করা যায় সে ব্যাপারে ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ক্যাম্পাস খোলার বাকি সব প্রস্তুতিও রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 

রাবি সূত্রে জানা গেছে-  আগামী ৩০ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। তবে ক্যাম্পাস খোলার আগে কয়েকটি বিষয় বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সূত্র বলছে- আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এরপর আসছে পূজার ছুটি। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি থাকছে। সব মিলিয়ে অক্টোবরে মাঝামাঝি সময়ে (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় খোলার একটি সম্ভাব্য তারিখ হতে পারে।

বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি বিষয়ে রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, আমাদের প্রথম প্রস্তুতি হচ্ছে আগামী ১৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করা। সাধারণভাবে বিশ্ববিদ্যালয় খোলার আগে আবাসিক হল খোলা হয় সেটি নিয়ে প্রস্তুতি চলছে। দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করারও একটা ব্যাপার আছে। তিনি আরও বলেন, ‘এখনো কিছু শিক্ষার্থী টিকা গ্রহণ করতে পারেনি। তাদের টিকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে দেওয়ার বিষয়ে কাজ চলছে। আর বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে।’ 

এদিকে রুয়েট সূত্র বলছে- বিশ্ববিদ্যালয়ে এখনো সশরীরে পরীক্ষা চলছে। তাই ক্লাস রুমসহ ক্যাম্পাসের অনেক কিছুই সচল রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৫৫ শতাংশের বেশি শিক্ষার্থীর দুই ডোজ টিকা গ্রহণ করেছে। বাঁকি শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে টিকার অপেক্ষায় আছে। 

রুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন বলেন, আমারা অনেক আগে থেকেই বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে প্রস্তুতি নিয়েছি। মোটামুটি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন হলের সামনে হাত ধোয়ার ব্যবস্থাসহ হল পরিস্কর ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কাজ চলছে। সরকারের সিদ্ধান্ত পেলেই আমাদের প্রতিষ্ঠান খুলতে কোন দেরী হবে না।’

BBS cable ad