South east bank ad

শ্রীবরদীতে ধর্ষণ মামলার প্রধান আসামীকে কারাগারে প্রেরণের আদেশ দিলেন আদালত

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ

শ্রীবরদীতে ধর্ষণ মামলার প্রধান আসামীকে কারাগারে প্রেরণের আদেশ দিলেন আদালত

সাঈদ আহম্মেদ সাবাব, শেরপুর:

শ্রীবরদীতে ধর্ষণের ফলে অন্ত:স্বত্ত্বা মামলার প্রধান আসামী আ: হাকিম ওরফে ভূসিকে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন আদালত।

১৪ সেপ্টেম্বর মঙ্গলবার আ: হাকিম ওরফে ভূসি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মো: শরিফুল ইসলাম খানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন। আ: হাকিম ওরফে ভূসি (৫০) পুরান শ্রীবরদী গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।

গত ১১ সেপ্টেম্বর ধর্ষণের ফলে অন্ত:স্বত্ত্বা শিক্ষার্থীর পিতা বাদী হয়ে আ: হাকিম ওরফে ভূসিকে প্রধান ও দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামী দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস আ: হাকিম ওরফে ভূসিকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশি তৎপরতা ও অভিযানের কারণে ভূসি মঙ্গলবার সকালে আদালতে আত্মসমর্থন করেন। আদালতের মাধ্যমে ভূসিকে পুলিশ রিমান্ডে এনে ডিএনএ সহ পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করা হবে। মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
BBS cable ad