শ্রীবরদীতে ভার্চুয়াল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

সাঈদ আহম্মেদ সাবাব, শেরপুর:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রীবরদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন শেরপুর ৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলা পরিষদ সভা কক্ষ সুমেশ্বরী তে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ কৃত বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও, পৌর মেয়র মো আলী লাল মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, শেরপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শেরপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো রুহুল আলম তালুকদার, শেরপুর জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো মোশারফ হোসেন সাগর সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুধী মহলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।