ফুলবাড়িয়ার দুই নেতা আওয়ামীলীগের সাংগঠনিক টিমের সদস্য

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ কার্যকরী কমিটির ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন উপজেলার জন্য সাংগঠনিক টিম গঠন করা হয়। ময়মনসিংহ জেলাকে ৩টি টিমে বিভক্ত করা হয়। প্রতিটি টিমে ৪টি করে উপজেলা সম্পৃক্ত করা হয়। উক্ত টিমে ফুলবাড়িয়ার দুই জন নেতা স্থান পেয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিন নম্বর টিমের (ভালুকা, ত্রিশাল, ঈশ^রগঞ্জ, নান্দাইল) সদস্য হয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ কার্যকরী কমিটির সদস্য, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট ইমদাদুল হক সেলিম।
এক নম্বর টিম (হালুয়াঘাট, ধোবাউড়া, গৌরিপুর ও মুক্তাগাছা) এর সদস্য হয়েছে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল।