ধুনটে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :
মাদক দ্রব্য কারবারের অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় মিথুন বাবু মিশু (৩৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে ব্যবহৃত তার প্রাইভেট কারটি জব্দ করা হয়। মিশু উপজেলার গোপালনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও গোপালনগর-কাচারিবাড়ি গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
সোমবার দুপুরের পর থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। রোববার দিবাগত রাত ৪টার দিকে গোপালনগর ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তার উপর মাদক বিক্রি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, মিথুন বাবু ওরফে মিশু এলাকার একজন চিহ্নিত মাদক কারবারী। রোববার রাতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। রাত ৪টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্ত থেকে মিশুকে আটক করেন পুলিশ। এসময় কয়েকজন পালিয়ে যায়।
আটকের পর সেখানে থাকা মিশুর প্রাইভেট কার তল্লাসি করে ১৫ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। ইয়াবা বড়ি ও প্রাইভেট কারটি জব্দ করে হেফাজতে নেয় পুলিশ। সোমবার সকালে পুলিশ বাদি হয়ে মিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে। ওই মামলায় মিশুসহ ৫ জনকে আসামী করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মিথুন বাবু ওরফে মিশু তার ব্যবহৃত প্রাইভেট কার যোগে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করতো। আটকের পর তার দেওয়া তথ্যমতে প্রাইভেট কারের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।