পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন খন্দকার আতাউর রহমান

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
খন্দকার আতাউর রহমান রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ ১৩সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন করে।
খন্দকার আতাউর রহমান একজন দক্ষ, কর্মঠ ও চৌকস ব্যাংকার। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইচাইল গ্রামের খন্দকার বাড়ীর বাসিন্দা। বিবাহিত জীবনে তিনি ১ছেলে ও ১মেয়ে সন্তানের জনক। তাঁর স্ত্রী একজন স্কুল শিক্ষক।
অভিনন্দন : ফুলবাড়িয়ার কৃতি সন্তান ও দক্ষ ব্যাংকার খন্দকার আতাউর রহমান পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদোন্নতি পাওয়ায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ফুলবাড়িয়া উপজেলা ইউনিটের পক্ষে সাংবাদিক মো: আব্দুস ছাত্তার অভিনন্দন জানিয়ে বলেন, খন্দকার আতাউর রহমান আর্থিক প্রতিষ্ঠানের যেখানেই গিয়েছেন সেখানেই তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। পল্লী সঞ্চয় ব্যাংকেও তাঁর সফলতার স্বাক্ষর রেখে যাবেন বলে আমরা প্রত্যাশা করি।