South east bank ad

ঝিনাইগাতীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ

ঝিনাইগাতীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

সাঈদ আহম্মেদ সাবাব, শেরপুর:

শেরপুরের ঝিনাইগাতীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রেজাউল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত রেজাউল স্থানীয় আলহাজ্ব মোজ্জাম্মেল হকের ছেলে।

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকার কৃষক শফিউল্লাহ ইঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষায় তার ধান ক্ষেতের আইলে বৈদ্যুতিক তার বিছিয়ে রেখেছিলেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মো. রেজাউল ইসলাম তার ধান ক্ষেতে বিষ দিয়ে ফিরে আসছিলেন। ওইসময় শফিউল্লাহর জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে গুরুতর আহত হন রেজাউল। পরে আশপাশের লোকজন রেজাউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার এসআই মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
BBS cable ad