গৌরীপুরে রেলওয়ে পোষ্য সোসাইটি সংগঠনের মতবিনিময়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি সংগঠন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গৌরীপুর জংশন এলাকায় চকপাড়া হেলাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ মতবিনিময় সভায় রেলওয়ে পোষ্য কর্মচারী/শ্রমিকদের অধিকার, দাবি বাস্তবায়ন ও সংগঠনকে সু-সংগঠিত করার মাধ্যমে গতিশীল করতে আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সংগঠনের স্থানীয় নেতা বিপুল কুমার চন্দের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ রাহাত খান, সাধারণ সম্পাদক বিজয় মিত্র শুভ, জেলা পোষ্য নেতা মোঃ নাছির উদ্দিন, কামাল হোসেন, সংগঠনের স্থানীয় নেতা উজ্জল চন্দ, শামছুজ্জামান আরিফ, মোঃ সোহেল খান প্রমুখ।