অবৈধ তিন স্টিল মিলকে চার লাখ টাকা জরিমানা করেছেন বিএসটিআই’র নির্বাহী হাকিম
আজ বৃহস্পতিবার রাজধানীর ডেমরা ও কদমতলী এলাকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অনুমোদনহীনভাবে রড উৎপাদক ও বাজারজাত করার দায়ে তিন প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। সুফিয়া রি-রোলিং এন্ড স্টিল মিলসকে এক লাখ টাকা, আল নুর স্টিল এন্ড রি-রোলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দেড় লাখ টাকা, টেকনোসাম স্টিল লিমিটেডকে দেড় লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি।
অভিযানটির নেতৃত্ব দেয়া বিএসটিআই’র নির্বাহী হাকিম বেগম রাশিদা আক্তার বলেন, ডেমরা ও কদমতলী এলাকার তিনটি প্রতিষ্ঠান বিএসটিআই’র সিএম লাইসেন্স না নিয়েই অবৈধভাবে এম এস রড (রিবড বার) পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার দায়ে এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় অভিযানে অন্যদের মধ্যে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো. মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মো. রফিক আজাদ উপস্থিত ছিলেন।