দুর্গাপুরে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র উদ্ধার
নেত্রকোনা দুর্গাপুরে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের জামতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীন বিজয়পুর বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।
সীমান্ত মেইন পিলার ১১৫১/৪ এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ অভিযানে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ২টি ভারতীয় ছুরি, ২টি চাপাতি, ১টি বল্লম, ২টি দা, ১টি চাইনিজ কুড়াল, ১টি ক্রিজ এবং ১ বোতল মদ।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, উদ্ধার অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে চোরাচালান রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


