শিরোনাম

South east bank ad

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন   |   বিজিবি

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

 

সিলেটে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ও আগের দিন বুধবার সিলেট ও  সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এই পণ্যগুলো জব্দ করা হয়। 

বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্তবর্তী বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্তুমাই বিওপি এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা সানগ্লাস, কমলা, শাড়ি, জিরা, চিনি, চকলেট, চা-পাতা, কসমেটিকস সামগ্রী, শীতের কম্বল ও মদ জব্দ করা হয়। জব্দ করা হয় মহিষ ও গরু। 
অন্যদিকে বাংলাদেশ থেকে পাচারের সময় লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন ও শিং মাছ আটক করা হয়। 
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭০০ টাকা। 
BBS cable ad

বিজিবি এর আরও খবর: