শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের ন্যানো লোন সার্ভিস প্ল্যাটফর্ম Prime Agrim-এর জাতীয় সাফল্য

 প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৯:৪৬ অপরাহ্ন   |   ব্যাংক

প্রাইম ব্যাংকের ন্যানো লোন সার্ভিস প্ল্যাটফর্ম Prime Agrim-এর জাতীয় সাফল্য
বিডিএফএন লাইভ.কম

আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রাইম ব্যাংকের ন্যানো লোন সার্ভিস প্ল্যাটফর্ম Prime Agrim সম্প্রতি ফিন্যান্স ক্যাটাগরীতে সেরা উদ্ভাবনীর জন্য “বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২” এ সম্মান জনক স্বীকৃতি অর্জন করে। ইতোপূর্বে Prime Agrim আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল সার্কিটে মর্যাদা পূর্ণ Efma-Accenture ব্যাংকিং ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২১-এ অ্যানালিটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগে বৈশ্বিক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি’এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রাইম ব্যাংক লিমিটেডের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এবং ডিএমডি এএনএম মাহফুজ এবং এজেন্ট ও ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান মোঃ মাজিদুল হক। 

Prime Agrim হলব্লু-কলারওয়ার্কিং কমিউনিটির জরুরী প্রয়োজন মেটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিনলার্নিং এবং বিকল্প ক্রেডিট নিরীক্ষণ ব্যবস্থা সম্পন্ন একটি ডিজিটাল ন্যানো ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম। Prime Agrim একটি এন্ড-টু-এন্ড ডিজিটাল প্ল্যাটফর্ম যা গ্রাহকদের ক্রেডিট যোগ্যতা মূল্যায়ন করে এবং সময় ও খরচ বাঁচাতে কোনরূপ নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন ছাড়াই ডিজিটালি বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করে।

প্রাইম ব্যাংক লিমিটেডের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এবং ডিএমডি এএনএম মাহফুজ বলেন, “প্রাইম ব্যাংক ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি করনের প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। Prime Agrim সঠিক সেই উদ্দেশ্যকে মাথায় রেখে ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে। বাংলাদেশে এই ধরনের স্বীকৃ তিনি:সন্দেহে এই অনুপ্রেরণায় নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতে আমাদের এ ধরণের আরও উদ্ভাবনী এবং গ্রাহক-বান্ধব ডিজিটাল উদ্যোগ গ্রহণের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: