স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক্সপ্যাট ব্যাংকিং সেবা চালুর ঘোষণা

সম্প্রতি বাংলাদেশে বসবাসরত প্রবাসীদের সম্পূর্ণ ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক্সপ্যাট ব্যাংকিং সেবা চালুর ঘোষণা দিয়েছে।
এ সেবার প্রথম ডেডিকেটেড হেল্প ডেস্ক হিসেবে বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের জন্য বাংলাদেশ-ভারত এনআরআই (নন-রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান) ডেস্ক চালু হচ্ছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় জানান, প্রবাসী ব্যাংকিং সলিউশনের মাধ্যমে স্বদেশ থেকে প্রবাসী ক্লায়েন্টদের দূরত্ব কমে আসবে। তারা আরও উন্নত ব্যাংকিং সেবা পাবে। ব্যাংকের অগ্রণী উদ্ভাবনের ধারাবাহিকতায় এক্সপ্যাট ব্যাংকিং আরেকটি প্রথম উদ্যোগ বলে জানান স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট ও বিজনেস ব্যাংকিং প্রধান সাব্বির আহমেদ।