শিরোনাম

South east bank ad

বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী, ঢাকা এর তৃতীয় এবং চতুর্থ তলায় পাঠদান কার্যক্রম উদ্বোধন

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন   |   বিমানবাহিনী

বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী, ঢাকা এর তৃতীয় এবং চতুর্থ তলায় পাঠদান কার্যক্রম উদ্বোধন


গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সম্মানিত সভানেত্রী এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী কন্ট্রোলিং কমিটির চেয়ারপার্সন সালেহা খান, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী এর তৃতীয় এবং চতুর্থ তলার পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় কোমলমতি শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে "ফলের উৎসব ", "পহেলা বৈশাখ ", বিভিন্ন ধরনের ক্রাফটিংসহ শ্রেণী কার্যক্রম তুলে ধরে। সভানেত্রী বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলজ বৃক্ষ রোপন করেন। তিনি শিক্ষার্থীদের পরিপূর্ণ শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অধ্যক্ষ, শিক্ষিকা এবং সর্বোপরি অভিভাবকদের প্রশংসা করেন।   

উক্ত অনুঠানে গোল্ডেন ঈগল নার্সারী কন্ট্রোলিং কমিটি এর ভাইস চেয়ারপার্সন, কন্ট্রোলিং কমিটির সকল সদস্য, কেন্দ্রীয় বাফওয়া কমিটির সকল সদস্য, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগনের পত্নীবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: