শিরোনাম

South east bank ad

‘বিপুল সম্পদের মালিক’ দুই সরকারি কর্মকর্তা বরখাস্ত

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

‘বিপুল সম্পদের মালিক’ দুই সরকারি কর্মকর্তা বরখাস্ত

চাকরির গ্রেড ও মূল বেতন বিবেচনায় না নিয়ে সরকারি বাসা বরাদ্দে মোটা অঙ্কের উৎকোচ দাবি এবং বাসা বরাদ্দ সংক্রান্ত সভার দায়িত্ব পালনে অনিয়মসহ নানা দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

বরখাস্তকৃতরা হলেন সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী ও সহকারী পরিচালক বিলাল হোসাইন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৮ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সই করা বরখাস্তের পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাশেদ আহম্মেদ সাদী ও বিলাল হোসাইন সরকারি বাসা বরাদ্দে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ ও স্থাবর সম্পদের মালিক হয়েছেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন এবং তা স্পর্শকাতর। তারা চাকরিতে বহাল থাকলে আরো বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন এবং অভিযোগের তদন্তকাজে তারা প্রভাব বিস্তার করতে পারেন।

এতে আরো বলা হয়, অফিস আদেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দের বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ দাবি করাসহ নানা দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হলো।

BBS cable ad