শিরোনাম

South east bank ad

কর্মসংস্থান ব্যাংকে এমডি পদে যোগ দিলেন মো. আব্দুল মান্নান

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:১৫ অপরাহ্ন   |   ব্যাংক

কর্মসংস্থান ব্যাংকে এমডি পদে যোগ দিলেন মো. আব্দুল মান্নান
সম্প্রতি পদোন্নতি পেয়ে কর্মসংস্থান ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছেন মো. আব্দুল মান্নান। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডে ডিএমডি পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিকম (সম্মান), এমকম ডিগ্রি অর্জনের পর ১৯৯৩ সালে জনতা ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং জনতা ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগে দায়িত্ব পালন করেন। 
১৯৯৯ সালে কর্মসংস্থান ব্যাংকে যোগদান করে ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ে ডিজিএম, জিএম ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি ২০২০ সালের ১ নভেম্বর সোনালী ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন।
কর্মজীবনে আব্দুল মান্নান এমবিএ ডিগ্রি অর্জনসহ ডিপ্লোমেড অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অব ব্যাংকারস, বাংলাদেশ (ডিএআইবিবি) পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বহু প্রশিক্ষণ কর্মসূচিতে সফলভাবে অংশ নেন।

BBS cable ad