শিরোনাম

South east bank ad

সাউথইস্ট ব্যাংকের ৬৩৬তম বোর্ডসভায় অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হলেন সৈয়দ সাজেদুল করিম

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০১:২৬ অপরাহ্ন   |   ব্যাংক

সাউথইস্ট ব্যাংকের ৬৩৬তম বোর্ডসভায় অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হলেন সৈয়দ সাজেদুল করিম
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সৈয়দ সাজেদুল করিমকে অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেছে। সম্প্রতি ব্যাংকের ৬৩৬তম বোর্ডসভায় তাকে পুনর্নির্বাচিত করা হয়। স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম ঝুঁকি ব্যবস্থাপনা কমিটিরও সদস্য।

বাংলাদেশ সিভিল সার্ভিস (হিসাব ও নিরীক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে সৈয়দ সাজেদুল করিম দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে সৈয়দ সাজেদুল করিম পেট্রোবাংলার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘ উন্নয়ন সংস্থার সদর দপ্তরসহ ইথিওপিয়া ও ক্যামেরুনভিত্তিক জাতিসংঘ সংস্থার বহিঃনিরীক্ষক হিসেবেও কাজ করেন।

সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর সৈয়দ সাজেদুল করিম বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী কর্তৃক অর্থায়ন করা বেশকিছু প্রশাসনিক এবং আর্থিক সংস্কার প্রকল্পের ঊর্ধ্বতন জাতীয় উপদেষ্টা হিসেবে ১০ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেন।


সৈয়দ সাজেদুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন ছাড়াও যুক্তরাষ্ট্রের ডালাসের নর্থ টেক্সাস ও সাউদার্ন মেথোডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে পেট্রোলিয়াম অ্যাকাউন্টিংয়ের ওপর ডিপ্লোমা অর্জন করেন।

BBS cable ad