শিরোনাম

South east bank ad

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপারসন পুনঃনির্বাচিত মিসেস দুলুমা আহমেদ

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:১১ অপরাহ্ন   |   ব্যাংক

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপারসন পুনঃনির্বাচিত মিসেস দুলুমা আহমেদ
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন মিসেস দুলুমা আহমেদকে পুনরায় নির্বাচিত করা হয়েছে । সম্প্রতি অনুষ্ঠিত ৬৩৬ তম বোর্ড সভায় তিনি সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারপার্সন পুনঃনির্বাচিত হয়েছেন ।

মিসেস দুলুমা আহমেদ ১৯৪৭ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন । তিনি একটি অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন । তিনি ব্যাংকের একজন পৃষ্ঠপোষক পরিচালক । মিসেস দুলুমা আহমেদ ২০১৭ সালের ২২ মে থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাহী কমিটির সদস্য । তিনি ব্যবসায়িক কার্যক্রমের সাথে জড়িত । তিনি মিউচুয়াল ফুড প্রোডাক্টস লিমিটেড এবং মিউচুয়াল মিল্ক প্রোডাক্টস লিমিটেডের চেয়ারপার্সন এবং মিউচুয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের পরিচালক । তিনি মিউচুয়াল ডিস্ট্রিবিউশন এন্ড সিলোনিয়া এজেন্সিস এন্ড মিউচুয়াল লজিস্টিক সার্ভিস লিমিটেড এর অংশীদার । মিসেস দুলুমা আহমেদ ডানো ব্র্যান্ড মিল্ক প্রোডাক্টস উৎপাদনের জন্য ডেনমার্কের মিউচুয়াল মিল্ক প্রোডাক্টস এবং আরলা ফুডস এর মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণ করেন ।

মিসেস দুলুমা আহমেদ ফেনী এলাকার অন্যতম শীর্ষ বিদ্যালয় বাথানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রধান সংগঠক দুলুমা আজিম উচ্চ বিদ্যালয় শিক্ষানুরাগী ও ফিলান্থ্রোপিক পরিবারের সদস্য দুলুমা আহমেদ । তিনি এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও অবদান রাখছেন ।

মিসেস দুলুমা আহমেদ দেশের কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। তিনি একটি বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন ঢাকার বেনুকা ললিতকলা একাডেমী এর পৃষ্ঠপোষক । তিনি ইনার হুইল ক্লাবের সদস্য এবং ইনার হুইল ক্লাব অফ ঢাকা উত্তরের সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন । মানবতার সেবায় নিয়োজিত দেশের একটি স্বনামধন্য সামাজিক মহিলা ক্লাব গুলশান লেডিস ক্লাবের সদস্য তিনি । তিনি দেশের শীর্ষস্থানীয় সামাজিক ক্লাব গুলশান ক্লাব লিমিটেডের সদস্য । সমাজ সেবক হিসেবে উদারতার সাথে সমাজের গরীব ও অভাবগ্রস্ত অংশে অবদান রাখছেন । তিনি এশিয়া, ইউরোপ, ইউএসএ এবং অস্ট্রেলিয়ার প্রায় সব দেশ ভ্রমণ করেন ।
BBS cable ad